বিনোদন

আরো ৬ বছরের জেল হতে পারে সালমানের

মদ্যপ অবস্থায় গাড়ি চাপা দিয়ে ফুটপাতে ঘুমন্ত মানুষ হত্যা মামলার রায়ের পর দুই দিনের অন্তর্বর্তীকালীন জামিনে আছেন বলিউড তারকা সালমান খান। ওই মামলার রায়ে মুম্বাই দায়রা আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে। এবার ‘দাবাং’ তারকার সামনে অপেক্ষা করছে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের মামলার রায়। শিগগিরই এ রায় হতে চলেছে। জানা গেছে এ অভিযোগে সর্বোচ্চ ৬ বছরের কারাদণ্ড হতে পারে তার।এবিপি আনন্দ জানায়, ১৯৯৮ সালে সুরুজ বারজাতিয়ার ব্লকবাস্টার সিনেমা ‌‘হাম সাথ সাথ হ্যায়’র শুটিং করতে রাজস্থানের যোধপুরে গিয়েছিলেন সালমান। সঙ্গে ছিলেন সিনেমাটির অন্য তারকা সাইফ আলী খান, টাবু, সোনালী বান্দ্রে ও নীলম। অভিযোগ ওঠে, শুটিংয়ের ফাঁকে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান। তাকে সঙ্গ দেওয়ার অভিযোগ ওঠে বাকি চার তারকার বিরুদ্ধেও।যোধপুরের বন বিভাগ ওই বছরের ১৫ অক্টোবর সালমানের বিরুদ্ধে দু’টি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে মামলা দায়ের করে। আরও অভিযোগ ওঠে, যে বন্দুকটি দিয়ে শিকার করেছিলেন, সেটির লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। এ মামলায় সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় রাজস্থানের নিম্ন আদালত। তবে এতে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলে মামলাটিকে দ্বিতীয় শুনানির জন্য নিম্ন আদালতে ফেরত পাঠানো হয়।কিছুদিনের মধ্যেই এই মামলায় রায় ঘোষণা হওয়ার কথা। অভিযোগ সত্যি প্রমাণিত হলে, সালমানসহ ৫ তারকার সর্বোচ্চ ৬ বছর করে জেল হতে পারে।তাই এই মামলাটি নিয়েও চিন্তিত সালমানের পরিবার ও তার অনুরাগীরা। এলএ

Advertisement