ধর্ম

ইথিওপিয়ার মুসলমানদের মিলনস্থল তুর সিনা মসজিদ

চল্লিশ স্তম্ভ বিশিষ্ট তুর সিনা মসজিদ ইথিওপিয়ার মুসলমানদের সমবতে হওয়ার স্থান বা মিলনকেন্দ্র। ১৯৪৩ সালে ইথিওপিয়ার অধিবাসী শেখ মাহমুদ উসমান মসজিদটি নির্মাণ করেন।

Advertisement

ইথিওপিয়া উত্তর পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক দেশ। দেশটির উত্তরের ভিলু অঞ্চলে তুর সিনা মসজিদটি অবস্থিত। তুর সিনা মসজিদটি ইথিওপিয়ার ঐতিহাসিক ঐতিহ্য ও সংস্কৃতি সম্পদ হিসেবে খুবই প্রসিদ্ধ।

ঐতিহাসিক তুর সিনা মসজিদটি নির্মাণে ব্যবহৃত হয়েছে শুধুমাত্র বাঁশ আর কাঠ। মসজিদটি বিশেষ নকশায় বৃত্তাকারে নির্মিত বলে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। ইথিওপিয়ার বিখ্যাত মসজিদগুলোর মধ্যে তুর সিনা মসজিদটি অন্যতম।

৪০টি খুঁটির ওপর দাঁড়িয়ে থাকা তুর সিনা মসজিদটি ২৫০ মিটার জায়গার ওপরে নির্মিত। মসজিদের বাহিরাংশের সবুজ শ্যামল পরিবেশ মসজিদের সৌন্দর্যকে আরও আকর্ষণী করে তুলেছে।

Advertisement

তুর সিনা মসজিদটি ওই অঞ্চলের মুসলমানদের মিলনকেন্দ্র। মসজিদটিতে ইবাদত-বন্দেগি ছাড়াও ধর্মীয় শিক্ষা প্রকল্প চালু আছে। ৪০ স্তম্ভ মসজিদটিতে এক সঙ্গে ৪৩০ জন শিক্ষার্থীর বসার ব্যবস্থা রয়েছে।

এমএমএস/পিআর