স্বাস্থ্য সচেতন ক্রেতাদের আরো নাগালের কাছে এলো কেকসহ বেকারি সামগ্রীর প্রিয় ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’। রাজধানীতে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে এর চারটি বিক্রয় কেন্দ্র (আউটলেট)। বিক্রয় কেন্দ্রগুলোতে আপনি পাবেন সব ধরনের বেকারি সামগ্রী, কেক, পেস্টি, মিষ্টি, ব্রেড, চকলেট। ফলে আপনার বা আপনার প্রিয়জনের বিশেষ দিন উদযাপন আরো সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠবে টেস্টি ট্রিটের কেকসহ বেকারি সামগ্রীতে।জানতে চাইলে প্রাণ-আরএফএল গ্রুপের সহকারি ব্র্যান্ড ব্যবস্থাপক শাহ ফয়সাল হোসেন বলেন, আমরা টেস্টি ট্রিট থেকে ক্রেতাদের স্বাস্থ্যকর ও নিরাপদ কেকসহ বেকারি সামগ্রী পৌঁছে দিতে চাই। তাই রাজধানীর বৌদ্ধ মন্দির, ওয়ারি, মিরপুর ও বাড্ডায় চারটি বিক্রয় কেন্দ্র চালু করা হচ্ছে।এছাড়া মোহাম্মদপুর, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় আমাদের তিনটি বিক্রয় কেন্দ্র রয়েছে। তিনি বলেন, আমরা রাজধানীসহ সারাদেশে ১০০টি বিক্রয় কেন্দ্র চালু করব।ফয়সাল হোসেন বলেন, বিক্রয় কেন্দ্রগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে পোস্টার তৈরি করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রচার চালানো হবে। এ জন্য ঘোড়ার গাড়িসহ বাদ্যযন্ত্র বাজিয়ে এলাকায় মহড়া দেওয়া হবে।জানা গেছে, বাড্ডায় চালু হওয়া বিক্রয় কেন্দ্রটি হচ্ছে মধ্যবাড্ডায়, মিরপুরের বিক্রয় কেন্দ্রটি মিরপুর-২ সনি সুপার মার্কেটে, ওয়ারির শাখাটি র্যাঙ্কিং স্ট্রিটে। আর সবুজবাগে খোলা হয়েছে বৌদ্ধ মন্দিরের শাখাটি। এসব আউটলেট থেকে বিভিন্ন উৎসব বা দিন উদযাপনের বিশেষ কেক আপনি কিনতে পারবেন। আবার আপনার চাহিদা মোতাবেক তৈরি করে সরবরাহ করবে টেস্টি ট্রিট।এসএ/বিএ/আরআই
Advertisement