দেশজুড়ে

সুনামগঞ্জে ঝড়ে ও বজ্রপাতে নিহত ১, আহত ৯

সুনামগঞ্জের দিরাইয়ে ভাটিপাড়া গ্রামে ঝড়ে ঘর চাপা পড়ে গুলেনা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া সদর উপজেলার কাঠইর ইউনিয়নের উলুতুলু নোওয়াগাঁও গ্রামের হাওরে বজ্রপাতে নয় কৃষক আহত হয়েছেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের গুলেনার বতসঘরের পাশে থাকা একটি বড় গাছ তার ঘরের উপর ভেঙে পড়ে। এসময় গুলেনা ঘরের ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত গুলেনা বেগম ভাটিপাড়া গ্রামের জুয়েল কাজীর স্ত্রী। এর আগে সকাল ৮টায় সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের উলুতুলু নোওয়াগাঁও গ্রামের পার্শ্ববর্তী হাওরে কয়েকজন কৃষক ধান কাটছিলেন। এসময় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে নয়জন কৃষক আহত হয়। এসময় ওই মাঠে থাকা আটটি ভেড়া মারা যায়। আহতরা হচ্ছেন, কাঠইর ইউনিয়নের উলুতুলু নোওয়াগাঁও গ্রামের বাহাউদ্দিন (৫৫), একই গ্রামের কামাল মিয়া (৪৫), নিয়াজুর রহমান (২৪), শহি­দুল্লাহ (৩৫),  সোহেল মিয়া (২৫), আইনুল হক (৩৫), কামাল উদ্দিন (১৮) ও সারোয়র (১৮)। এদের সবাইকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুনামগঞ্জ ও দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজ্রপাত ও ঘরচাপা পড়ে নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।ছামির মাহমুদ/এসএস/আরআইপি

Advertisement