খেলাধুলা

২০ রানের আক্ষেপ মাশরাফির

সুযোগ ছিল দেশের বাইরে প্রথমবারের মত নিউজিল্যান্ড হারানো। তবে জুটি গড়েও তা বড় না করার আক্ষেপটাই শেষ পর্যন্ত রয়ে গেল মাশরাফির। আর তাই দেশের বাইরে অধরাই থেকে গেল নিউজিল্যান্ড বধ।

Advertisement

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষের জয়ের আশা নিয়েই মাঠে নামে বাংলাদেশ। সৌম্য, মুশফিক ও মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরির উপর ভর করে প্রথমে ব্যাট করে ২৫৭ রান করে টাইগাররা। জবাবে ১৫ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। 

ম্যাচ শেষে হতাশ মাশরাফি বলেন, ‘সৌম্য রান করেছে, মুশফিক ও মাহমুদউল্লাহও রান পেয়েছে। টপ অর্ডারে তামিম ও সৌম্য ভালো জুটি গড়েছে। তবে আমরা জুটিগুলোকে বড় করতে পারিনি। আউট হয়ে গেছি। ব্যাটিংয়ে আমাদের ২০ রানের ঘাটতি ছিল।’

বোলিংয়ে মাশরাফির ছিল বাজে দিন। সহায়ক উইকেটেও বিবর্ণ ছিলেন সাকিব ও মিরাজ। তাই রানের পাশাপাশি বোলিং নিয়েও সন্তুষ্ট নন টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘শুরুর দিকে আমার বোলিং আরও ভালো হতে পারত, আমি পারিনি। মোস্তাফিজ ভালো করেছে। রুবেলও দারুণভাবে ফিরেছে। তবে বোলিংয়ে শুরুতে উইকেট নিতে হবে।’

Advertisement

এমআর/আরআইপি