প্রবাস

ইতালিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস পালিত

ইতালি ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। সম্প্রতি ইতালির নেপোলিতে এ দিবস পালিত হয়।

Advertisement

সোহাগ গাজীর সভাপতিত্বে ও মহিউদ্দিন হাওলাদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইমরান বাবু ও অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমুখী চিন্তাধারার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, ১৯৮১ সালের ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার সম্ভব হয়েছে।

তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের পর্যায়ক্রমে ফাঁসি কার্যকর হচ্ছে। ক্ষুধামুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা।

Advertisement

এমআরএম/আরআইপি