একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন কিশোরগঞ্জের মোসলেম প্রধান।
Advertisement
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে।
আপিল দায়েরের পর মোসলেম প্রধানের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেন, মোট ৫৬টি গ্রাউন্ডে ৮০ পৃষ্ঠার মূল আবেদনের সঙ্গে ১২৩৮ পৃষ্ঠার নথিপত্র জমা দেয়া হয়েছে।
আপিলে মোসলেমকে খালাসের আরজি জানানো হয়েছে।
Advertisement
আপিলে অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে জয়নাল আবেদীনের নাম রয়েছে।
গত ১৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
ঘোষিত রায়ে বলা হয়, প্রসিকিউশনের আনা ছয় অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে আসামিদের সাজা কার্যকর করতে হবে।
এফএইচ/এনএফ/আরআইপি
Advertisement