দেশজুড়ে

রাজশাহীতে ফেনসিডিলসহ ভূয়া সাংবাদিক গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার এলাকা থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ রেজাউল করিম (৪০) নামে এক ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মহানগর গোয়েন্দা অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত রেজাউল জেলার দূর্গাপুর উপজেলার সুকানদীঘি ইউনিয়নের ইব্রাহিমের ছেলে। আরএমপি`র মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গ্রেফতারকৃত রেজাউল দীর্ঘদিন ধরে ভুয়া সাংবাদিকের পরিচয় দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। বুধবার রাতে সে আবারো ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর বিনোদপুর হানিফ কাউন্টারের সামনে গিয়ে পৌঁছায়। পরে সেখানে রেজাউলের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। সে দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে রাজশাহী থেকে ফেনসিডিল নিয়ে ঢাকার মাদক ব্যবসায়ীদের কাছে বেশী দামে বিক্রি করতো বলে জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি

Advertisement