ঢাকায় নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত নিনা ভাসকুনলাথি বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী ফিনল্যান্ড। বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
Advertisement
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পাওয়ার জেনারেশন ও আইসিটি খাতে যন্ত্রপাতি সরবরাহ করছে ফিনল্যান্ড। এজন্য প্রায় ১৬টি কোম্পানি বাংলাদেশে এখন কাজ করছে। বাংলাদেশের সঙ্গে বিনিয়োগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে ফিনল্যান্ড।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ রয়েছে। ফিনল্যান্ডের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক, সিরামিক, চামড়াজাত পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। ফিনল্যান্ড সরকার সহযোগিতা করলে বাংলাদেশের পণ্য রফতানি বৃদ্ধি সম্ভব।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিদেশি বিনিয়োগের জন্য সরকার বিশেষ সুবিধা প্রদান করছে। প্রয়োজনে যেকোনো সময় বিদেশি বিনিয়োগকারীরা শতভাগ বিনিয়োগের অর্থ এবং মুনাফা ফিরিয়ে নিতে পারবেন।
Advertisement
তিনি বলেন, উৎপাদিত পণ্য রফতানির ক্ষেত্রে একবার শুল্ক প্রদানের সুযোগ দেয়া হচ্ছে। বাংলাদেশে তুলনামূলক কম মূল্যে প্রচুর দক্ষ শ্রমিক পাওয়া যাচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থ আইন দ্বারা সংরক্ষণ করা হয়েছে। এসব সুযোগ গ্রহণ করে ফিনল্যান্ডের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি-২) তপন কান্তি ঘোষ এ সময় উপস্থিত ছিলেন।
এমইউএইচ/জেডএ/এএইচ/জেআইএম
Advertisement