অর্থনীতি

মন্দার বাজারে দুরবস্থায় মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজারের টানা দরপতনের কারণে সূচকের পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারদর উদ্বেগজনক হারে কমছে। বাজারের মন্দাবস্থার কারণে মিউচুয়াল ফান্ডগুলোও দুরবস্থার মধ্যে পড়েছে। ফলে বেশির ভাগ মিউচুয়াল ফান্ডের মূল্য ফেইস-ভ্যালুর (অভিহিত মূল্য) নিচে চলে এসেছে।পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪১টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৯টির দর এখন ফেইস-ভ্যালুর (অভিহিত মূল্য) নিচে অবস্থান করছে। এ ছাড়া আরও কয়েকটির দর অভিহিত মূল্যের কাছাকাছি অবস্থান করছে।বাজারে কম মূল্যে রয়েছে এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট সর্বশেষে বাজার মূল্য ৩ টাকা ৩০ পয়সা। আর সবচেয়ে বেশি এক হাজার পাঁচ টাকা ২০ পয়সা (১০০৫.২) অবস্থান করছে ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিট।বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে প্রাথমিক বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা সাধারণ একটি রীতি। কিন্তু মিউচুয়াল ফান্ডগুলোও বড় অঙ্কের লোকসানে পড়ায় বিনিয়োগকারীরা এর ওপর আস্থা হারিছে। এ ছাড়া বেশির ভাগ মিউচুয়াল ফান্ডের সম্পদ-মূল্য ৬ থেকে ৮ টাকায় (১০ টাকার বিপরীতে) নেমেছে। ফলে ইউনিটের দামও নেমে আসে ১০ টাকার নিচে। ফেইস-ভ্যালুর নিচে এখনো বেশির ভাগ শেয়ারের দাম অবস্থান করছে। ইউনিটগুলো লোকসানে থাকায় দাম ফেইস-ভ্যালুর নিচে অবস্থান করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।সর্বশেষ ৬ এপ্রিলের তথ্য অনুযায়ী, ফেইস-ভ্যালুর নিচে থাকা কোম্পানিগুলো হলো- ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ৪ টাকা ১০ পয়সা,  এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪ টাকা ৯০ পয়সা, এআইবিএল ফার্স্ট ৩ টাকা ৭০ পয়সা, এশিয়ান টাইগার সান্ধানী লাইফ গ্রোথ ফান্ড  ৫ টাকা ৮০ পয়সা, ডিবিএইচ ফার্স্ট ৩ টাকা ৯০ পয়সা, ইবিএল ফার্স্ট ৪ টাকা ২০ পয়সা, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ৪ টাকা, এক্সিম ব্যাংক ফার্স্ট ৬ টাকা, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৬ টাকা, গ্রামীণ ওয়ান : স্কিম টু ৯ টাকা ১০ পয়সা, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড ৩ টাকা ৯০ পয়সা, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ৫ টাকা ৯০ পয়সা, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি ৩ টাকা ৮০ পয়সা, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ৪ টাকা, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ড ওয়ান ৪ টাকা, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট ৪ টাকা ৮০ পয়সা, আইএফআইসি ব্যাংক ফার্স্ট ৪ টাকা, আইএফআইএল ইসলামি মিউচুয়াল ফান্ড-১ এর ৫ টাকা, এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩ টাকা ৩০ পয়সা, এমবিএল ফার্স্ট ৩ টাকা ৪০ পয়সা, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান ৩ টাকা ৫ পয়সা,  এনএলআই ফাস্ট মিউচুয়াল ফান্ড ৮ টাকা ১০ পয়সা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪ টাকা, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪ টাকায়, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪ টাকা, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড ৩ টাকা ৯০ পয়সা, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড ৫ টাকা ৮০ পয়সা, সাউথইস্ট ব্যাংক ১ম মিউচু্য়াল ফান্ড ৮ টাকায় এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪ টাকা ২ পয়সায়।এ প্রসঙ্গে পুঁজিবাজার বিশেষজ্ঞ ড. আবু আহমেদ বলেন, বাজারের টানা পতনের কারণে সূচকের পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারদর কমছে। আর মেয়াদি ফান্ডগুলোকে সর্বাবস্থায় বিনিয়োগযোগ্য অর্থের ৬০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে হয়। বাজারের মন্দাবস্থার কারণে মিউচুয়াল ফান্ডগুলোও দুরবস্থার মধ্যে পড়েছে। যার কারণে মিউচুয়াল ফান্ডের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ কমছে। এর থেকে বেরোতে হলে বাজারকে প্রথমে ইতিবাচক ধারায় নিয়ে আসতে হবে।এসআই/একে/আরআই

Advertisement