দেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয়বৃদ্ধিসহ অর্থনীতিতে অবদানের জন্য সাত ক্যাটাগরিতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-শিল্প) হিসেবে শিল্প কার্ড পেলেন ৫৬ জন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা। ২০১২ সালের নীতিমালা অনুযায়ী ব্যবসায়ীদের এ মর্যাদা দেয়া হয়েছে।২০১৪ সালে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তারা এ মর্যাদা পেলেন। ২০১৪ সালের জন্য সাতটি ক্যাটাগরিতে বৃহস্পতিবার রাজধানীর পূর্বাণী হোটেলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তাদের হাতে এই কার্ড তুলে দেন।সাত ক্যাটাগরির মধ্যে পদাধিকার বলে সিআইপি কার্ড পেয়েছেন ১২ জন। এছাড়া বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ২১ জন, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৯ জন, ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে ৬ জন, মাইক্রোশিল্প ক্যাটাগরিতে ২ জন, কুটির শিল্প ক্যাটাগরিতে ১ জন ও সেবা শিল্পক্যাটাগরিতে ৫ জন এই কার্ড পেয়েছেন।পদাধিকার বলে সিআইপি কার্ড পাওয়াদের মধ্যে আছেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বিসিআই সভাপতি একে আজাদ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি মির্জা নূরুল গণি শোভন, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি তপন চৌধুরী, উইমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল, বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, বাংলাদেশ উইমেন চেম্বারের সভাপতি সঙ্গীতা আহমেদ, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শামস-উজ জোহা, ফরেন চেম্বারের সভাপতি রুপালী হক চৌধুরী, ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান ও এমসিসিআই সভাপতি রোকেয়া আফজাল।আছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের এমডি মো. পারভেজ রহমান, এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, ইসলাম রি-রোলিং শিলসের এমডি মো. আজহারুল ইসলাম, স্কয়ার কনজুমার প্রোডাক্টসের এমডি অঞ্জন চৌধুরী, এসিআই ফরমুলেশনের চেয়ারম্যান আনিস উদ দৌলা, ফার সিরামিকসের চেয়ারম্যান খোদেজা ফরহাদ রুহী, বিডি সিফুডের পরিচালক মোহাম্মদ বদরুল হায়দার চৌধুরী, বিআরবি পলিমারের এমডি মো. মজিবর রহমান, জেমিনি সি ফুডের এমডি কাজী শাহেদ আহমেদ, বিডি ফুডের পরিচালক মোহাম্মদ তাফহীম আল-আজমী, করিম স্পিনিংয়ের চেয়ারম্যান আব্দুল হাই সরকার এবং নাভানা লিমিডের চেয়ারম্যান শফিউল ইসলাম।কার্ডপ্রাপ্ত ব্যক্তিদের কার্ডের মেয়াদ আজ থেকে আগামী এক বছর থাকবেন। তারা সরকারের সিআইপি (শিল্প) নীতিমালা ২০১২ অনুযায়ী বেশ কিছু সুবিধা পাবেন। এর মধ্যে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। তারা ব্যবসার কাজে বিমান, রেল, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণ অগ্রাধিকার পাবেন। এছাড়া ব্যবসার কাজে ভিসা পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘লেটার অব ইন্টারডেকশন’ এবং বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারে সুবিধা পাবেন তারা।শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত শিল্প সচিব ফরহাদ উদ্দিন উপস্থিত ছিলেন।এসআই/বিএ/আরআই
Advertisement