খেলাধুলা

ক্রিকেট মাঠে আহত, হাসপাতালে মৃত্যু

ক্রিকেট কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ। এবারের মৃত্যুর ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদ রাজ্যের বাহাদুরপুরা থানায়। কোনো আনুষ্ঠানিক ক্রিকেট ম্যাচে নয়, বিকেল বেলা স্থানীয় একটি মাঠে খেলতে গিয়েই আচমকা আহত হন ২১ বছর বয়সী ওয়াজিদ। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তার।

Advertisement

হায়দরাবাদের বাহাদুরপুরায় মির আলম ইদগাহ মাঠে গত রোববার খেলতে যান ওয়াজিদ। ঠিক কীভাবে আহত হয়েছিলেন তিনি, সেটা স্পষ্ট জানা যাচ্ছে না। তবে, ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাহাদুরপুরা পুলিশ জানিয়েছে, ‘আমরা পুরোপুরি নিশ্চিত না সে কিভাবে আহত হয়েছে। তবে সেখানকার কয়েকজন প্রত্যক্ষদর্শীর কাছে আমরা ঘটনার বর্ণনা শুনেছি।’

সেই ঘটনারই বর্ণনা দেন পুলিশ ইন্সপেক্টর টি লক্ষ্মিনারায়ন। তিনি বলেন, ‘মির আলম ইদগাহ মাঠে রোববার বিকেলে খেলতে গিয়েছিলেন ওয়াজিদ। ওই সময় সেই মাঠে খেলছিল বেশ কয়েকটি গ্রুপ। কারও জন্য কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। যে যেভাবে পারছে, বিক্ষিপ্তভাবে খেলছিল। খেলার সময়ই ওয়াজিদ একটি ক্যাচ ধরার জন্য আকাশের দিকে তাকিয়ে দৌড় দেয়। এ সময় তার মাথার ডান পাশে সজোরে ব্যাটের আঘাত লাগে। অন্য একটি দলের একজন ব্যাটসম্যান তখন ব্যাট করছিল।’

ঘটনার পরবর্তী বর্ণনায় পুলিশ ইন্সপেক্টর বলেন, ‘ব্যাটের আঘাতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওয়াজিদ। তাও পড়েছিলেন পাথরের তৈরি স্ট্যাম্পের ওপর। কারণ, ব্যাটের আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় রাজ্য সরকার কর্তৃক পরিচালিত হাসপাতালে। সেখানে দুইদিন লড়াই করার পর হার মানেন ওয়াজিদ।’

Advertisement

আইএইচএস/পিআর