ব্যাট হাতে আরও একবার নিজেকে মেলে ধরলেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছেন তিনি। সাবলিল ভঙ্গিতে ব্যাটিং করে তুলে নিয়েছেন ফিফটি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার পঞ্চম হাফ সেঞ্চুরি।
Advertisement
ম্যাচের ১৬তম ওভারে হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য। ৫২ বল খেলে অর্ধশতক পূর্ণ করেন। হাফ সেঞ্চুরি পূরণ করতে চারটি বাউন্ডারি হাঁকিয়েছেন সৌম্য। ওভার বাউন্ডারি তথা ছক্কার সংখ্যাও সমান, ৪টি। এই রিপোর্ট লেখা পর্যন্ত সৌম্য অপরাজিত আছেন ৬০ রানে।
ফিফটি করলেন। এরপর ইনিংসটাকে বড় করার চেষ্টা করেছিলেন। কিন্তু পারলেন না সৌম্য সরকার। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে আবারও ফিরতে হলো সাজঘরে। দারুণ ব্যাটিং করেছেন সৌম্য। ইশ সোধির কাছে পরাস্ত হয়েছেন বাংলাদেশি এই ওপেনার।
সোধির বলটি উড়িয়ে মারতে গিয়ে শট মিড উইকেটে তিনি ধরা পড়লেন টম লাথামের হাতে। বিদায়ের আগে ৬৭ বলে ৫টি চারের সাহায্যে ৬১ করেছেন সৌম্য।
Advertisement
এনইউ/জেআইএম