কৃষি ও প্রকৃতি

কৃষিবিষয়ক কিছু প্রশ্নোত্তর : দ্বিতীয় পর্ব

যারা কৃষি কাজ করেন, তারা এখন অাগের তুলনায় অনেক সচেতন। তারা এখন চাষাবাদের আগে বিভিন্নভাবে জ্ঞান অর্জন করে নেন। জেনে নেন কীভাবে চাষ করলে বা কেমন পরিচর্যা করলে ভালো ফসল পাওয়া যায়। তাই মাটির আর্দ্রতা ও বীজ সংরক্ষণ সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়েই আজকের আয়োজন-

Advertisement

মাটির আর্দ্রতা

প্রশ্ন ১ : জমির মাটি কর্ষণ পদ্ধতি কিসের উপর নির্ভর করে?উত্তর : বীজের আকৃতির উপর এবং আর্দ্রতার উপর।

প্রশ্ন ২ : হাতে চাপ দিয়ে মাটির আর্দ্রতা পরীক্ষায় কী সুবিধা পাওয়া যায়?উত্তর : এর ফলে সঠিক সময়ে সুন্দর ও পরিপাটি করে জমি তৈরি করতে পারেন।

Advertisement

প্রশ্ন ৩ : কখন বুঝবেন যে মাটি ভেজা রয়েছে?উত্তর : মাটির চাকা কোমর সমান উচ্চতা থেকে ফেললে যদি ভেঙে না যায়; তখন বুঝতে হবে মাটি ভেজা।

বীজ সংরক্ষণ

প্রশ্ন ১ : কোন অঞ্চলের কৃষকরা গোলাঘরে লোকজ পদ্ধতিতে বীজ সংরক্ষণ করেন?উত্তর : দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের কৃষকরা।

প্রশ্ন ২ : এ পদ্ধতিতে কি কি ফসল সংরক্ষণ করা যায়?উত্তর : ধান, ওল, মুখিকচু ও হলুদসহ নানা ধরনের কন্দাল ফসলের বীজ সংরক্ষণ করা যায়।

Advertisement

প্রশ্ন ৩ : গোলায় ফসল সংরক্ষণ করতে হলে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়?উত্তর : গোলায় সংরক্ষিত বীজ মাঝেমধ্যে রোদে বের করে শুকাতে হয়।

এসইউ/জেআইএম