ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচে নেতৃত্বে ফিরছেন মাশরাফি বিন মর্তুজা। ডাবলিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটা ৪৫ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙ্গা টিভি।
Advertisement
শ্রীলঙ্কা সফরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে অধিনায়ক মাশরাফিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হয়নি ওয়ানডে অধিনায়কের।
এদিকে মাশরাফি দলে ফেরায় একটি পরিবর্তন নিশ্চিত বাংলাদেশ শিবিরে। তিন পেসার নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলে বাদ পড়বেন আগের ম্যাচে সুযোগ পাওয়া রুবেল হোসেন। আর চার পেসার নিয়ে খেললে সে ক্ষেত্রে একাদশ থেকে বাদ পরতে পারেন মেহেদী হাসান মিরাজ।
উল্লেখ্য, নিজেদের খেলা একমাত্র ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে পূর্ণ চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার প্রথমস্থানে অবস্থান করছে কিউইরা। অপরদিকে, বৃষ্টি বাগড়ায় ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান মাশরাফি-সাকিবদের।
Advertisement
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ/ রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।
এমআর/আরআইপি