ইসলামী ফ্রন্ট নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
Advertisement
মঙ্গলবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম নতুন এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ আগস্ট এশার নামাজের পর আনুমানিক ছয় থেকে সাতজন যুবক রাজধানীর পূর্ব রাজাবাজারে ফারুকীর নিজ বাসায় প্রবেশ করেন। কিছু সময় পর ফারুকীর স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে ফেলে তারা।
এরপর পৃথক কক্ষে ফারুকীকে গলা কেটে হত্যা করা হয়। ওই ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আট থেকে দশজনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
Advertisement
জেএ/জেডএ/বিএ