খেলাধুলা

কেকেআরের বিপক্ষে নেই নেহরা, শঙ্কায় যুবরাজ

ইলিমিনেটর ম্যাচের আগে বড়সড় ধাক্কাই খেল সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দলের অন্যতম সেরা বোলার আশিস নেহরাকে পাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কেকেআরের বিপক্ষে শঙ্কা রয়েছে মারকুটে ব্যাটসম্যান যুবরাজ সিংকে নিয়েও।

Advertisement

আগামীকাল বুধবার বাঁচা-মরার লড়াইয়ে (ইলিমিনেটর) কেকেআরের মুখোমুখি হবে হায়দরাবাদ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গড়াবে ম্যাচটি। ওই ম্যাচের আগে আশিস নেহরার ইনজুরি নিয়ে হায়দরাবাদ কোচ টম মুডি বলেন, ‘নেহরার চোট মারাত্মক। এর জন্য টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে খেলতে পারছে না সে।’

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে গিয়ে হাতের আঙ্গুলে চোট পেয়েছেন যুবরাজ। এজন্য গুজরাট লায়ন্সের বিপক্ষেও খেলতে পারেননি তিনি। ইলিমিনেটর ম্যাচে গৌতম গম্ভীরের কেকেআরের বিপক্ষে যুবি খেলতে পারেননি কিনা, তা নিয়ে ঘোর সন্দেহে রয়েছে হায়দরাবাদ শিবির।

যুবরাজকে নিয়ে যেমন শঙ্কা ঝরছে কোচ মুডির কণ্ঠেও, ‘ফিটনেস পরীক্ষা নেয়া হবে যুবির। আজ সন্ধ্যায় সেই টেস্ট হওয়ার কথা। তাকে ফিট হয়ে ফিরে আসার সব সুযোগ দেয়া হবে।’

Advertisement

ইনজুরি যেন পিছু ছাড়ছে না নেহরার। গত মৌসুমে খেলতে পেরেছিলেন ৮ ম্যাচ। এবার ইনজুরির কবলে পড়ার আগে হায়দরাবাদের হয়ে খেলেছেন ৬ ম্যাচ। নামের পাশে যোগ করেছেন ৮ উইকেট। ব্যাট হাতে ছন্দেই রয়েছেন যুবি। চলতি আসরে এখন পর্যন্ত খেলেছেন ১১ ম্যাচ। করেছেন ২৪৩ রান।

এনইউ/আরআইপি