দেশজুড়ে

ঝিনাইদহের একটি ‘আস্তানায়’ ৪টি শক্তিশালী বোমা

ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা নামক গ্রামে ‘জঙ্গি আস্তানা’ সেলিম ও প্রান্তর বাড়ি দুটিতে অভিযান সমাপ্ত করেছে র‌্যাব। এসময় প্রান্তর বাড়ি থেকে ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার দুপুর ২টার দিকে র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।

তিনি আরও বলেন, একই গ্রামে আরও দুটি বাড়িসহ ৫টি স্পট (কলা ও বাঁশ বাগান) চিহ্নিত করা হয়েছে। সেখানে এখন র‌্যাব সদস্যরা অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, ওই দুটি বাড়ির মালিক সেলিম ও প্রান্তকে গতকাল সোমবার রাতেই ঝিনাইদহের চুয়াডাঙ্গা নামক গ্রাম থেকে আটক করা হয়। তারা দুজনেই নব্য জেএমবির সদস্য। সেলিম ওই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে এবং প্রান্ত একই গ্রামের মতিউর রহমানের ছেলে।

Advertisement

এর আগে বেলা সোয়া ১১টার দিকে সন্দেহভাজন ওই দুই ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শুরু করে খুলনা থেকে আসা র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। এসময় একটি ‘আস্তানার’ পাশের বাঁশবাগান থেকে সক্রিয় দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৭টা থেকে ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা নামক গ্রামে সেলিম ও প্রান্ত নামে দুই ব্যক্তির বাড়ি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখে র‌্যাব-৬।

ওই দুই বাড়িতে জঙ্গি ও বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক থাকতে পারে বলে র্যাবের ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান।

গত ৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে নিহত জঙ্গি তুহীনের ভাই সেলিম ও প্রান্ত তার চাচাতো ভাই।

Advertisement

নাসিম আনসারি/এফএ/এমএস