খেলাধুলা

বায়ার্নকে উড়িয়ে দিলো মেসি

বিশ্বকাপ ফুটবলের সেরা গোলরক্ষক নয়্যার মাঠের খেলায় শেষ অবদি যেন চপটাঘাত খেয়েছেন লিওনেল মেসির কাছেই। নয়্যারকে পরাস্ত করে গুণে গুণে দুবার বায়ার্ন মিউনিখের জালে বল জড়িয়েছেন মেসি। আর একবার নেইমারকে গোলের বল বানিয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন ফুটবল বিস্ময়। আর তাতেই চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে বার্সেলোনা।কেননা, ফাইনালের টিকেট পেতে হলে দ্বিতীয় লেগের খেলায় বায়ার্নকে বার্সার বিপক্ষে জিততে হবে ৪-০ গোলে। বার্সার বর্তমান ফর্ম বিবেচনায় যা যে কোনো প্রতিপক্ষের জন্যই দুঃসাধ্য কাজ।বুধবার রাতে বার্সার মাঠ ন্যু ক্যাম্পে মুখোমুখি হয়েছে এই দুই দল। ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূণ্য ভাবেই। যদিও শুরু থেকে স্বাগতিকদের একের পর আক্রমণ সামলাতে ব্যতিব্যস্ত থাকতে হয়েছে বায়ার্নকে।দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রেখেছে লুই এনরিকের দল বার্সা। তবে ভাল কিছু আক্রমণ শানিয়েছে বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলার বায়ার্ন শিষ্যরাও। তবে গোল যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছিল এ রাতে।ম্যাচের ৭৭ মিনিটে গোল ধরা দিয়েছে লিওনেল মেসির জাদুকরী ফুটবলের পরশে। ৩ মিনিট পরই আরেকটি জাদুতে বার্সাকে ২-০ গোলে এগিয়ে নিয়েছেন মেসিই। মাত্র ৩ মিনিটের ব্যবধানে পর পর ২ গোল হজম করে দিশেহারা হয়ে পড়েছে বায়ার্ন। নিজেদের আর কোনো ভাবেই গুছিয়ে নিতে পারেনি গার্দিওলার শিষ্যরা। উল্টো ইনজুরি টাইমে মেসির বানিয়ে দেওয়া বল থেকে গোল করে বায়ার্নের ভরাডুবি ঘটিয়েছেন নেইমার দ্য জুনিয়র।এএইচ/পিআর

Advertisement