আন্তর্জাতিক

যুদ্ধাপরাধী হিসেবে সৌদির বিচার দাবি ইরানের

ইয়েমেনে হামলার দায়ে আন্তর্জাতিক আদালতে সৌদি আরবের নেতাদের বিচার দাবি করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ অামালি লারিজানি বলেছেন, ইয়েমেনে মানবতাবিরোধী অপরাধ করেছেন সৌদি নেতারা এবং যুদ্ধাপরাধী হিসেবে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করতে হবে।ইয়েমেনে ত্রাণ পৌঁছতে বাধা দেয়ার সমালোচনা করে তিনি বলেন, ইয়েমেনে সৌদি হামলার প্রেক্ষাপটে মানবাধিকারের ক্ষেত্রে পাশ্চাত্যের দ্বিমুখী নীতি আবেরো সবার সামনে স্পষ্ট হয়েছে।পাশ্চাত্যের দেশগুলো সব সময় মানবাধিকারের শ্লোগান দেয়। কিন্তু ইয়েমেন ইস্যুতে তাদের ভাবটা এমন যে, ইয়েমেনিরা মানুষের কাতারেই পরেন না।ইরাককে ভাঙার মার্কিন ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, তাদের এ স্বপ্ন পুরণ হবে না। ইরাককে তিন ভাগে বিভক্ত করার বিষয়ে সম্প্রতি মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হয়েছে।|বিএ/আরআই

Advertisement