দেশজুড়ে

স্মরণ সভায় বক্তারা ‘হেফাজত মরে নাই, আবার জাগবেই’

হেফাজতে ইসলাম কখনো মরবে না, বরং দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে হেফাজতে ইসলাম জায়গা করে রয়েছে। ইসলামের অধিকার আদায়ের লক্ষ্যে হেফাজতে ইসলাম জাগবেই’ জানিয়েছেন সংগঠনটির নেতারা।১৩ দফা দাবি আদায় করতে গিয়ে ঢাকা, নারায়ণগঞ্জসহ সারাদেশে নিহতদের স্মরণে বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের সলিমুল্লাহ সড়কে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের মিলনায়তনে স্মরণ সভা ও দোয়ায় বক্তারা এসব কথা বলেন। দোয়াতে নিহতদের ‘শহীদ’ আখ্যা দিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।বক্তারা আরো বলেন, সরকারের মন্ত্রীরা হেফাজতের বিরুদ্ধে কথা বলে সরকার নিজেই নিজেদের সমালোচিত করেছেন। অহেতুক নাস্তিকদের প্ররোচনায় হেফাজতকে দোষারোপ করছে। কিন্তু এটা মনে রাখতে হবে হেফাজতের কর্মীরা ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে প্রয়োজনে কারাগারে যাবে, প্রয়োজনে রক্তা ঝড়াবে, শহীদ হতেও কুণ্ঠা বোধ করবে না। কারণ শহীদদের প্রতিটি রক্তের ফোটা থেকে একেকজন মুজাহিদের জন্ম হবে।ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত বরেণ্য উলামা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক এর ছেলে ঢাকা মহানগর হেফাজতের যুগ্ম সচিব মাওলানা মামুনুল হক।তিনি বলেন, কওমী মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সরকারের মন্ত্রীরা কওমী মাদ্রাসাকে ‘ডেঞ্জারাস’ আখ্যা দিচ্ছে। কারণ এ মাদ্রাসার কেউ মাদ্রাসা ক্যাম্পাসে নারীদের শ্লীলতাহানি করে না। প্রকৃত পক্ষে সরকার হেফাজতে ইসলামকে ভয় পায়। সরকারের এ ভয় থেকেই হেফাজতে ইসলামকে দাবিয়ে রাখার চেষ্টা করছেন।নারায়ণগঞ্জ মহানগর হেফাজতের আহ্বায়ক মাওলানা মহিবুল্লাহ এর সভাপতিত্ব ও মহানগরের সদস্য সচিব মাওলানা ফেরদাউসুর রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হেফাজতের সদস্য সচিব মাওলানা আবদুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুফতি আজিজুল হক, জেলা হেফাজত নেতা মুফতি বশিরউল্লাহ, আতাউল হক সরকার, মুফতি হারুনুর রশিদ, জসিমউদ্দিন আল হাবিব, মহিউদ্দিন খান, ফজলুল করিম কাশেমী, মুফতি ইসমাইল হোসেন সিরাজী, মুফতি আনিস আনসারী, জমিরউদ্দিন ফারুকী, দেলাওয়ার হোসাইন প্রমুখ।এমএএস/আরআই

Advertisement