২৫০ রানের লক্ষ্য। ব্রাদার্স ইউনিয়নের ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাটিং করে সে লক্ষ্যে এগিয়েও যাচ্ছিল। কিন্তু ছন্দপতন ঘটলো একেবারে শেষ ওভারে এসে। ধিমান ঘোষের মত প্রতিষ্ঠিত ব্যাটসম্যান উইকেটে থাকার পরও শেষ পর্যন্ত ১ রানে প্রাইম ব্যাংকের কাছে হেরে যেতে হলো ব্রাদার্স ইউনিয়নকে। জয় পরাজয় যারই হোক, শেষের রোমাঞ্চ দারুণ উত্তেজনার সৃষ্টি করেছিল।
Advertisement
২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জুনায়েদ সিদ্দিকীর ৫১, মানবিন্দর বিসলার ৫৭, অলক কাপালির ৪৬ এবং মাইশুকুর রহমানের ৩৬ রানের ওপর ভর করে ২৪৮ রানে গিয়ে থামে ব্রাদার্স ইউনিয়নের ইনিংস।
প্রাইমের পক্ষে আলামিন হোসাইন এবং আরিফুল হক নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন আসিফ আহমেদ, আল আমিন এবং তৈবুর পারভেজ।
এর আগে বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে মেহেদী মারুফের ৫৮, অভিমন্যুর ৭০ এবং জাকির হাসানের ৫২ রানের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্রাদার্সেল পক্ষে ৩ উইকেট নেন নিহাদুজ্জামান, ২ উইকেট নেন অলক কাপালি এবং ১ উইকেট নেন নুরে আলম সাদ্দাম।
Advertisement
আইএইচএস/এমএস