অর্থনীতি

আবাসন ও আইটি খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

বাংলাদেশের রিয়েল এস্টেট অ্যান্ড হসপিটালিটি, আইটি সেক্টরসহ সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী সিঙ্গাপুর।

Advertisement

সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের সঙ্গে বৈঠককালে এ কথা জানান সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের (এস বি এফ) অ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর কোডি লি।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১৫-২০ সদস্যের সমন্বয়ে গঠিত কমিটি সিঙ্গাপুরের একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী জুলাইয়ের প্রথম দিকে ব্যবসায়ীক মিশনে বাংলাদেশ সফর করবে।

রাজধানীর বিডা অফিসে সফর উপলক্ষে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

বৈঠকে কোডি লি জানান, সিঙ্গাপুর বাংলাদেশের রিয়েল এস্টেট অ্যান্ড হসপিটালিটি, আইটি সেক্টরসহ সম্ভাবনাময় খাতসমূহে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের আসন্ন বাংলাদেশ সফর ফলপ্রসূ করতে বিডার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস চান।

বিডার নির্বাহী চেয়ারম্যান প্রতিনিধিদলকে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে ইজ অব ডুয়িং বিজনেস সংস্কার, ওয়ান স্টপ সার্ভিস প্রবর্তনসহ বিডার চলমান কার্যক্রমসমূহ সম্পর্কে অবহিত করেন এবং সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের আসন্ন সফরে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে প্রকাশ করেন।

এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের আসন্ন সফরে ব্যবসায়ী প্রতিনিধি দলটিকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের লক্ষ্যে বিডার কনসালট্যান্ট সামান্থা ফারাহ নাজকে সমন্বয়কের দায়িত্ব প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মন্ডল, সচিব অজিত কুমার পাল এফসিএ, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি মির্জা গোলাম সবুর, সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম মনি প্রমুখ।

Advertisement

উল্লেখ্য, সিঙ্গাপুর ব্যবসায়ীক প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের চেয়ারম্যান এস এস টি ও। দলটিতে সিঙ্গাপুরের এগ্রি বিজনেস, হসপিটালিটি, রিয়েল এস্টেট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, অয়েল অ্যান্ড গ্যাস, শিপিং অ্যান্ড লজিস্টিকস, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রফেশনাল বিজনেস সার্ভিস প্রভৃতি খাতে ব্যবসারত শীর্ষ স্থানীয় কোম্পানিসমূহের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।

এসআই/এমআরএম/এমএস