খেলাধুলা

মালদ্বীপের পথে আবাহনী

এএফসি কাপে গ্রুপের পঞ্চম ম্যাচ খেলতে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে আবাহনী। রাত ৯টার দিকে মালে পৌঁছানোর কথা ঢাকার জায়ান্টদের। বুধবার মালে ন্যাশনাল স্টেডিযামে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

Advertisement

মালদ্বীপের এ ক্লাবটির বিপক্ষে ম্যাচ দিয়েই এএফসি কাপ শুরু হয়েছিল আবাহনীর। ঢাকায় অনুষ্ঠিত ওই ম্যাচে আবাহনীকে ২-০ গোলে হারিয়েছিল মাজিয়া। এ টুর্নামেন্ট এখন আবাহনীর শুধুই আনুষ্ঠানিকতা। আগের চার ম্যাচের তিনটিই হেরেছে আকাশী-হলুদ শিবির। তবে এ ম্যাচটি খেলতে আবাহনী যাচ্ছে একটি জয়ের তরতাজা স্মৃতি নিয়েই। গত ৩ মে ঢাকায় এএফসি কাপের বর্তমান রানার্সআপ বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী।

চার ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে মাজিয়া। সমান পয়েন্ট ভারতের বেঙ্গালুরু এএফসিরও। তবে দুই দলের মুখোমুখি লড়াই জিতে টেবিলের শীর্ষে বর্তমান রানার্সআপ বেঙ্গালুরু এএফসি। ৩ পয়েন্ট করে আবাহনী ও কলকাতা মোহনবাগানের। আবাহনীকে হারানোর সুবাদে কলকাতার দলটি তৃতীয় স্থানে। আবাহনী সবার নিচে।

আরআই/আইএইচএস/এমএস

Advertisement