রাজনীতি

হত্যা মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশিট দাখিল

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান আসামি করে মোট ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। একটি মামলায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি চার্জশিট দেওয়া হয়েছে।বুধবার ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দু’টি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বশির আহমেদ।জানা যায়, গত ২৩ জানুয়ারি শুক্রবার রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় বাসের ২৯ যাত্রী দগ্ধ হন এবং দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামক এক বৃদ্ধ যাত্রী।তবে ঘটনার পরের দিন অর্থাৎ ২৪ জানুয়ারি বিকেলে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন থানার উপ পরিদর্শক কে এম নুরুজ্জামান। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় দায়ের করা মামলায় পেট্রলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়। এছাড়া পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ী বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় বর্তমানে সোহাগ ও লিটন নামে দুই আসামি কারাগারে আছেন। তারা গত ১৯ ফেব্রুয়ারি নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা ঘটনায় জড়িত, পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের বর্ণনা দেন।উল্লেখ্য, বর্তমান সরকারের এক বৎসর পূর্তির তারিখে অর্থাৎ চলতি বছরের গত ৫ জানুয়ারি থেকে সরকারের পদত্যাগ দাবিতে টানা অবরোধসহ বিক্ষিপ্ত হরতাল পালন করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সেই সময় একাধিক যাত্রীবাহী যানবাহনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।আরএস

Advertisement