জাতীয়

কাকরাইলে গাড়ি চুরির ঘটনায় মামলা

রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে থেকে গাড়ি চুরির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে গাড়ির মালিক সাইফুল ইসলাম রমনা থানায় মামলাটি (৬ মে/মামলা নং.১) দায়ের করেন।এর আগে, বুধবার দুপুরে গাড়ির মালিক সাইফুল ইসলাম ছেলেকে স্কুলের ভেতর পৌঁছে দিয়ে বাইরে এসে দেখেন তার গাড়িটি সেই জায়গায় নেই।পেনাল কোড ৩৭৯ ধারায় করা মামলার এজাহারে, ‘কে বা কারা লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে থেকে গাড়িটি চুরি করেছে’ বলে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক মো. শামছুদ্দিন।সাইফুল ইসলামের চুরি হওয়া সাদা রঙের গাড়িটি টয়োটা সেলুন ব্র্যান্ডের। গাড়ি নম্বর (ঢাকা মেট্রো গ-১৩-০৫২৪)।# উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে থেকে গাড়ি চুরিএআর/বিএ/আরআই

Advertisement