ইলেক্ট্রনিক্স মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের (ইএমএমএ) নির্বাচনে এনটিভি’র হেড অব মার্কেটিং রঞ্জন কুমার দত্ত সভাপতি ও বৈশাখী’র ডিজিএম আনিসুর রহমান তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।শনিবার রাত সাড়ে আটটার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এটিএন নিউজের হেড অব মার্কেটিং ইফতেখার আহম্মেদ। নির্বাচনে মোট ভোট দিয়েছেন ২২০ জন। দুই বছর মেয়াদী এ কমিটিতে বিভিন্ন পদে মোট ৩২ জন নির্বাচিত হয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রঞ্জন কুমার দত্ত ১৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাছরাঙ্গা’র হেড অব মার্কেটিং শহিদুল ইসলাম পেয়েছেন ৭০ ভোট। ২২৮ টি ভোটের মধ্যে ২২২টি ভোট জমা পড়ে । ১৪৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এন টিভির হেড অফ মার্কেটিং রঞ্জন কুমার দত্ত। প্রতিদ্বন্দ্বি মাছরাঙা টেলিভিশনের হেড অফ মার্কেটিং শহীদুল ইসলাম পেয়েছেন ৭০টি ভোট। ১ নং সহসভাপতি পদে ১৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জিটিভির হেড অফ মার্কেটিং মনিরুল ইসলাম মনি। ২ নং সহসভাপতি পদে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডিজিএম এটিএন বাংলা শফিক আল ইসলাম। ৩ নং সহসভাপতি পদে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এজিএম ইনচার্জ বিজয় টিভি এএইচ রাজু। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডিজিএম মার্কেটিং একুশে টিভি কাজী শামীম মেহেদী, তিনি পেয়েছেন ৭৫ ভোট এবং ডিজিএম বৈশাখী টিভি সজল কুমার সাহা পেয়েছেন ৮২ ভোট।সাধারণ সম্পাদক পদে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডিজিএম বৈশাখী টিভি আনিসুর রহমান তারেক। এ পদে অপর প্রার্থী ম্যানেজার এটিএন বাংলা প্রদীপ কুমার পাল পেয়েছেন ৮৯ ভোট।ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক পদে ১১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেনন বৈশাখী টিভির রাশেদ সীমান্ত। এ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মাইটিভির রফিকুর রহমান মজুমদার পেয়েছেন ৩৩ ভোট ও এটিএন নিউজের মাহবুব হাসান পেয়েছেন ৬৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদের লড়াইয়ে বিজয়ী হয়েছেন সময় টিভির হাফিজুর রহমান, তিনি পেয়েছেন ১০৭ ভোট এবং প্রতিদ্বন্দ্বি এস এ টিভির খন্দকার মুরাদুল হক পেয়েছেন ১০৪ ভোট।যুগ্ম সম্পাদক ২ টি পদের জন্য লড়ছেন ৫ জন। বিজয়ী হয়েছেন চ্যানেল ২৪ এর বুরহান উদ্দিন নয়ন ১২৭ ভোট পেয়ে এবং সময় টিভির শরীফুল ইসলাম ৯৮ ভোট পেয়ে। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৭১ টিভির শিবলী সাদিক পেয়েছেন ৮৬ ভোট এবং এটিএন নিউজের মিনহাজ উদ্দিন পেয়েছেন ৬৩ ভোট।কোষাধ্যাক্ষ পদে ১২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন জিটিভির রাকিব রায়হান তার প্রতিদ্বন্দ্বি এটিএন নিউজের হারুনার্ রশিদ পেয়েছেন ৮২ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহনা টিভির ইলিয়াস হোসেন, অপর প্রার্থী একাত্তর টিভির আহমেদ মুহসিন পেয়েছেন ৯৯ ভোট। মহিলা সম্পাদক পদে মাইটিভির পারভিন ফেরদৌস পপি ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ পদে এস এ টিভির সোহানা ইসলাম পেয়েছেন ১০২ ভোট।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাতজন নির্বাহী সদস্যরা হলেন এটিএন নিউজের মো আল আমিন খান, এটিএন বাংলার আবদুল মালেক, ইসলামিক টিভির মো তৌহিদুল ইসলাম, এসএটিভির মো: জহিরুল ইসলাম, মোহনাটিভির আবদুস সামাদ সোহাগ, বিজয় টিভির নজরুল ইসলাম বাবুল এবং জিটিভির শাহেনুল হক।দপ্তর সম্পাদক পদে একুশে টিভির শহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আইন বিষয়ক সম্পাদক পদে কেউ প্রার্থী হননি।
Advertisement