গণমাধ্যম

রাজিব গান্ধী পুরস্কার পেলেন পাকিস্তানী সাংবাদিক

ভারতে ‘বর্ষসেরা সাহিত্য ব্যক্তিত্ব’ হিসেবে সম্মানিত হলেন পাকিস্তানী এক সাংবাদিক। সম্প্রতি প্রকাশিত ‘হিস্টোরিক টেম্পলস ইন পাকিস্তান: আ কল টু কনসায়েন্স’ গ্রন্থের লেখিকা রিমা আব্বাসিকে দেওয়া হয়েছে পঞ্চম রাজিব গান্ধী এক্সিলেন্স অ্যাওয়ার্ড।ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা জানানো হয়। সোমবার অনলাইন সংস্করণে এ খবর প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন।পাঁচ বছর ধরে এই পুরস্কার প্রদান করে আসছে পেহচান। এটি একটি এনজিও প্রতিষ্ঠান। কন্যাশিশুদের উন্নয়নে কাজ করে এই এনজিও। কর্তৃপক্ষ এবছর রিমা আব্বাসির হাতে রাজিব গান্ধী পুরস্কার তুলে দেওয়ার বিষয়ে লেখিকার অধুনা প্রকাশিত বইটিকেই বিবেচনায় নিয়েছে।বইটিতে লেখিকা পাঠকের সামনে পাকিস্তানের ঐতিহাসিক তীর্থস্থানগুলোর ইতিহাস হাজির করেছেন সম্পূর্ণ নিজস্ব শৈলিতে।

Advertisement