পাপুয়া নিউগিনিতে কারাগারে ১৭ বন্দীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুইমো কারাগার থেকে বন্দীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি করে কারারক্ষীরা। এতে ১৭ জনের মৃত্যু হয়। খবর বিবিসির।
Advertisement
বিশৃঙ্খলা সৃষ্টি করে বন্দীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ৫৭ জন পালিয়ে যেতেও সক্ষম হয়। তবে ৩ বন্দীকে আটক করা সম্ভব হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পালিয়ে যাওয়া বন্দীদের অনেকেই বিচারের অপেক্ষায় আছেন। তারা ওই এলাকার জন্য বিপজ্জনক। তারা বড় ধরনের ক্ষতি করতে পারে।
পাপুয়া নিউগিনির দ্বিতীয় বৃহত্তম শহর লের ওই কারাগারে গত কয়েক বছর ধরেই বন্দী পালানোর ঘটনা ঘটছে।
Advertisement
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যে সব বন্দী পালিয়েছে তাদের অধিকাংশই মারাত্মক অপরাধী অথবা বিচারের অপেক্ষায় ছিলেন।
পাপুয়া নিউগিনির অধিকাংশ কারাগারেই ধারণ ক্ষমতার বেশি বন্দী রয়েছে। সেখানে বন্দীদের গাদাগাদি করে রাখা হয়। বিচারের জন্যও বন্দীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সে কারণে প্রায়ই কারাগারে দাঙ্গা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটে।
গত বছর কারাগারে দাঙ্গার ঘটনায় ১১ বন্দী নিহত হয়। পালিয়ে যেতে সক্ষম হয় ৭০ জনের বেশি বন্দী।
টিটিএন/জেআইএম
Advertisement