বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, তারা অধিকার চায় ভোট দেয়ার। জনগণের সে অধিকার ফিরিয়ে দিতে হবে। বারবার এক খেলা চলে না। একই কায়দায় বারবার গোল দেয়া যায় না।
Advertisement
বিএনপি ও ২০ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন চায় উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে দরকার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু সে নির্বাচন দেয়ার ব্যাপারে বর্তমান সরকারের কোনো আগ্রহ নেই। কারণ তারা জানে জনগণকে সে সুযোগ দিলে তারা গণেশ উল্টে দেবে।
রোববার সন্ধ্যায় রংপুর জেলা ও মহানগর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমরা কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার যে পরিমাণ খুন, গুম আর অন্যায়-অবিচার আর দুর্নীতি করেছে সাধারণ আইনে তার বিচার হলে কার কত বছর জেল হবে তা আল্লাহ ভালো জানে। সে কারণে এ সরকার নির্বাচন দিতে চায় না।
Advertisement
তিনি বলেন, আমরা বিএনপি ও ২০ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন চাই। এর বাইরে আর কোন পথ জানি না। কিন্তু সে নির্বাচন হতে হবে নির্বাচনের মতই। কোনো প্রহসন না, কোনো খেলা না। আর এমন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হলে দরকার আন্দোলন।
এমন মামলাবাজ সরকার আর কোনদিন দেশে আসে নাই উল্লেখ করে তিনি বলেন, বিনা ভোটে ক্ষমতায় এসে গণতন্ত্রের লেবাস পরে এই সরকার বিএনপির নেতার্মীদের নামে একের পর এক মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে। কুমিল্লার কোথায় কোন রাস্তায় গাড়ি পোড়া হয়েছে সে মামলার আসামি খালেদা জিয়া। সচিবালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বোমা হামলা হয়েছে। এজাহারে লেখা হয়েছে দুই অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী যুবক বোমা মেরে পালিয়ে যায়। আজ পর্যন্ত ওই দুজনকে খুঁজে পাওয়া যায়নি। তাদের নামও জানা যায়নি। অথচ তাদেরকে কারা অর্থ দিয়েছে, কারা বুদ্ধি দিয়েছে তা এই সরকার জানে। ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকাকে ওইসব মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
বিএনপি নেতা সোহেলের নামে দেড় শতাধিক মামলা দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, এমন মামলাবাজ সরকার এই দেশে আর কোনদিন আসে নাই।
খালেদা জিয়ার ভিশন-২০৩০ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তিনি খালেদা জিয়ার ভিশন-২০৩০ না পড়েই এটাকে অন্তঃসার শূন্য বলেছেন। এমনটা বলাই তাদের স্বভাব।
Advertisement
প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ভিশন-২০২১ এ এমন অনেক কিছুই নেই। অথচ তারা বলছেন খালেদা জিয়ার ভিশন-২০৩০ নাকি নকল করা।
মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ মন্ডল, সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তি, জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা মহিলা দল সভানেত্রী সাহিদা রহমান জোৎস্না, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, জাসাস সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জিতু কবীর/এএম/আরআইপি