রাজধানীতে আপন জুয়েলার্সের সব শাখায় একযোগে শুরু হওয়া শুল্ক গোয়েন্দা অভিযানে সুবাস্তু টাওয়ারের শাখাটি সিলগালা করে দেয়া হয়েছে।
Advertisement
রোববার ঢাকার শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারে অভিযানকালে আপন জুয়েলার্সের শাখাটি বন্ধ পেলে তা সিলগালা করে দেন শুল্ক গোয়েন্দাদের অভিযানকারী দল।
এর আগে বেলা সাড়ে ১১টা থেকে একযোগে রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে আপন জুয়েলার্সের শাখায় অভিযান শুরু করেন শুল্ক ও গোয়েন্দা অধিদফতর।
অভিযানে ঢাকা উত্তর ও দক্ষিণ ভ্যাটের কর্মকর্তারা ও র্যাবের কর্মকর্তারা রয়েছেন।
Advertisement
ঢাকার মোট ৭টি শাখায় একযোগে অভিযান চলছে বলে জানিয়েছেন গুলশান ডিসিসি মার্কেটে অভিযানকারী দলের নেতা শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক আরজিনা খাতুন।
সম্প্রতি বনানীর দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত ধর্ষকদের একজন আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ছেলে সাফাত আহমেদ।
এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক আলোড়ন তৈরি হয়। উঠে আসে আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ব্যাংক হিসাবে গরমিলের বিষয়টি। এতে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিভিন্ন মহল থেকে আপন জুয়েলার্স বর্জনের দাবি ওঠে।
এআর/এসআর/এমএস
Advertisement