কুষ্টিয়ার গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুরে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শাহজাহান আলী গ্রুপের লোকজন প্রতিপক্ষের ফসলের ক্ষেত নষ্ট করে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, কমলাপুর হাট ইজারাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শাহজাহান আলী ও ইউপি মেম্বার শাহজাহান আলী গ্রুপের মধ্যে গত এক সপ্তাহ আগে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ব্যাপক ঘর-বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। আহত হয় ৩০ জন। সেই সূত্র ধরেই বুধবার সকালে প্রফেসর শাহজাহান আলী গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইউপি মেম্বার শাহ্জাহান আলীর লোকজনের বাড়িতে হামলা চালিয়ে নারীসহ ১০ জনকে আহত করে। আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আল-মামুন সাগর/এসএস/পিআর
Advertisement