জাতীয়

পদ্মাসেতু প্রকল্পে ড. ইউনূসের অবস্থান স্পষ্ট করার আহ্বান

নোবেল জয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে এবার এক হাত নিলেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। স্বভাব সুলভ বিনয় দেখিয়ে তিনি কড়া সমালোচনা করে ইউনূসের। যদিও সমালোচনাকালে বেশ কয়েকবার বলেন, তিনি সম্মানিত ব্যক্তি, আমাদের গর্ব।এর আগে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি একনেকের সভায় প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেছিলেন।পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, পদ্মাসেতু হলে উনার (ড.ইউনূস) কি ক্ষতি হতো। পদ্মাসেতু প্রকল্পে ঋণ বাতিলের জন্য কেউ না কেউ কলকাঠি নেড়েছেন। কারো না কারো হাত ছিলো। সেই জন্য এটি (পদ্মাসেতু) হয়নি। তাই আমি বলব, ইউনূসের উচিত হবে, তার অবস্থান স্পষ্ট করা। কেন তাকে নিয়ে ধুম্রজাল থাকবে। তিনি সম্মানিত মানুষ। বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলছিলেন আহম মুস্তফা কামাল। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করে কিছু বলেননি। বলেছেন, কেউ কেউ পদ্মায় বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলে কাজ করেছে। পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি কানে শুনলাম, কিন্তু কোনো প্রমাণ দেখলাম না। যারা অভিযোগ করেছেন প্রমাণ করতে না পারলে তাদের ভুল স্বীকার করা উচিত। ইউনূসের উচিত শ্বেতপত্র প্রকাশ করা।বিশ্বব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, এই উন্নয়ন সহযোগী আমাদের নানা ক্ষেত্রে ঋণ দেয়া অব্যাহত রেখেছে। শুধু ঋণ বাতিল করেছে পদ্মাসেতু প্রকল্পে।ড. ইউনূস প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, দেশে একটি ভালো কিছু হলে তিনি এগিয়ে আসেন না কেন। ড. ইউনূস আমাদের শ্রদ্ধেয়। তিনি কতটা ভালো করেছেন কতটা খারাপ করেছেন এটা দেশের মানুষ জানে। তার কাছ থেকে যারা ঋণ গ্রহীতা আছেন তারা জানেন ড. ইউনূস কতটা ভালো। আমি বলতে পারব না। কারণ আমি তার কাছ থেকে ঋণ নেইনি। তিনি আরও বলেন, পদ্মাসেতু প্রকল্পে ঋণ বন্ধে ড. ইউনূসকে নিয়ে একটা ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এই বিষয়ে সুরাহা করা দরকার। আশা করি উনি উনার অবস্থান পরিষ্কার করবেন।গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ১০০ টাকায় প্রতি একর জমি। ৫ হাজার একর জমি দেওয়া হয়েছে। কিন্তু নিমগাছির মানুষের ভাগ্য পাল্টায়নি। লাভসহ কোন অর্থ সাধারণ মানুষ পায়নি। ১০০ টাকায় এক একর জমি সবাই পায়নি। গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন নিয়ে অধিকরত তদন্ত করা হবে বলেও জানান মুস্তফা কামাল। এসএ/এআরএস/এএইচ/এমএস

Advertisement