রোম-ঢাকা-রোম রুটের বিমান পুনরায় চালুর দাবি জানিয়েছেন ইতালিতে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে তারা শুক্রবার (১ মে) একটি আলোচনা সভার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি, কমিউনিটির সর্বস্তরের বিভাগ ও জেলা সমিতি, সামাজিক, ব্যবসায়িক, আঞ্চলিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা। এর আগে বাংলাদেশ বিমানের লোকসান বেশি হওয়ায় সরকার ৬ এপ্রিল থেকে রোম-ঢাকা- রোম রুটের বিমানটি বন্ধ করে দেয়। এর ফলে ইতালিতে অবস্থিত দুই লাখ প্রবাসীর দুর্ভোগ বেড়ে যায়। আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার বাংলাদেশ বিমান বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশগামী অন্যান্য বিমানগুলো ইতোমধ্যে টিকেটের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে। ফলে বাংলাদেশিরা বিপাকে পড়ছে। অন্যদিকে ইতালি থেকে দেশে লাশ পাঠানো দুষ্কর হয়ে পড়েছে। কারণ প্রতিটি লাশ দেশে পাঠাতে সাত থেকে নয় হাজার ইউরো গুণতে হবে। যা অনেকের পক্ষেই অসম্ভব। এছাড়া রয়েছে ট্রানজিট ঝামেলা। দুর্ভোগ পোহাতে হবে পরিবারসহ প্রতিটি যাত্রীকে। ভবিষ্যতে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করেন উপস্থিত বক্তারা। তারা আরো বলেন, প্রায় দুই লাখ বাংলাদেশির পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিসহ অন্যান্য উন্নয়নমূলক কাজে বিরাট ভূমিকা রাখছে। তবুও কেন সরকার রোম-ঢাকা- রোম রুটের বিমান চালু করে আমাদের চাহিদার মূল্য দিচ্ছেন না। আলোচনা সভায় বরিশাল বিভাগ সমিতি‘র সদস্য ও সনিক ট্রাভেলস এর প্রধান ফিরোজ খান এর পরিচালনায় ও বৃহত্তর কুমিল্লা সমিতি‘র সভাপতি দিদারুল আলম দিদার এর সভাপতিত্বে আলোচকরা অনতিবিলম্বে অন্তত একটি বিমান পুনরায় চালুর দাবি জানান। একই সাথে একটি আহ্বায়ক কমিটি গঠন করার জন্য সিদ্ধান্ত নেন।এসএস/এমএস
Advertisement