খেলাধুলা

পন্টিংয়ের আইপিএল একাদশে ওয়ার্নার-মালিঙ্গা

চলতি আইপিএলের প্রথম প্রথম পর্ব শেষে (২৮ এপ্রিল) একাদশ বেছে নিয়েছিলেন রিকি পন্টিং। টুর্নামেন্টের নিয়ম মানেননি তিনি! পারফরম্যান্সের ওপর গুরুত্ব দিতে গিয়ে পন্টিংয়ের সেরা একাদশের সাতজনই ছিলেন বিদেশি। চারজন ভারতীয়; তারা হলেন- নীতিশ রানা, হরভজন সিং, সুরেশ রায়না ও ভুবনেশ্বর কুমার। আইপিএলের নিয়মে এই একাদশ ধোপে টেকে না।

Advertisement

এবার আইপিএলের ইতিহাসে সেরা একাদশ বেছে নিতে বলা হলো পন্টিংকে। এবার নিয়ম মেনেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। চারজন বিদেশি আর চারজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন একাদশে। বিদেশি চার ক্রিকেটার নির্বাচন করাটা পন্টিংয়ের জন্য কঠিনই ছিল। হয়েছে ঠিক তা-ই। সেরা একাদশে এবি ডি ভিলিয়ার্সকেই তো জায়গা দিতে পারেননি।

পন্টিংয়ের একাদশে থাকা চার বিদেশি ক্রিকেটার হলেন- ক্রিস গেইল (১০০ ম্যাচে ৩৫৭৮ রান), ডেভিড ওয়ার্নার (১১২ ম্যাচে ৩৯০৯) ডোয়াইন ব্রাভো (১০৬ ম্যাচে ৩৫০৬ রান ও ১২২ উইকেট), ও লাসিথ মালিঙ্গা (১০৭ ম্যাচে ১৫২ উইকেট)।

ভারতের সাত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (১৫৫ ম্যাচে ৩৫০৬ রান), বিরাট কোহলি (১৪৮ ম্যাচে ৪৩৬০ রান), রোহিত শর্মা (১৫৫ ম্যাচে ৪১২৯ রান), সুরেশ রায়না (১৬০ ম্যাচে ৪৫৩৮ রান), হরভজন সিং (১৩৬ ম্যাচে ১২২ উইকেট), অমিত মিশ্র (১২৪ ম্যাচে ১৩৪ উইকেট) ও আশিস নেহরা (১০৭ ম্যাচে ১৫২ উইকেট)।

Advertisement

পন্টিংয়ের আইপিএল একাদশের নেতৃত্বে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে দুবার শিরোপা জিতেছেন ভারতীয় এই উইকেটরক্ষক। ফিক্সিং কেলেঙ্কারিতে নাম জড়ানোয় চেন্নাই সুপার কিংস এখন খেলতে পারছে না। ধোনিকে নিয়ে পন্টিংয়ের উক্তি, ‘একাদশের নেতৃত্ব থাকছে ধোনির কাঁধেই। যথেষ্ট অভিজ্ঞ সে। ধোনি যতক্ষণ উইকেটে থাকবে ম্যাচ জয়ের সম্ভাবনাই বেশি।’

পন্টিংয়ের আইপিএল একাদশ : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, ডোয়াইন ব্রাভো, হরভজন সিং, অমিত মিশ্র, আশিস নেহরা ও লাসিথ মালিঙ্গা।

এনইউ/জেআইএম

Advertisement