গণমাধ্যম

শিগগিরই নবম ওয়েজ বোর্ড : স্পিকার

সাংবাদিকদের বেতন কাঠামো বাস্তবায়নে গুরুত্বারোপ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নবম ওয়েজ বোর্ড ঘোষণা বিষয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে আমি আলাপ করব। আশা করছি, এটি শিগগিরই বাস্তবায়ন হবে এবং সাংবাদিকরা সর্বোচ্চ সুবিধা পাবে।

Advertisement

শনিবার জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের এজিএম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নারী সাংবাদিকদের মানোন্নয়ন ও পেশাগত দায়িত্ব পালনে সুবিধা বাড়ানোর ব্যাপারে সরকার ইতিবাচক বলেও জানিয়েছেন তিনি।

মানবসম্পদ উন্নয়নে অন্যান্য উন্নয়নশীল দেশের চেয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে দাবি করে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা মানব সম্পদ উন্নয়নে অনেক দূর এগিয়ে গেছি। যা উন্নয়নশীল অনেক দেশ করতে পারেনি। আশা করছি, দক্ষ মানবশক্তি কাজে লাগিয়ে আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে পারব।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা।

এএস/জেএইচ/জেআইএম