আন্তর্জাতিক

পিয়ানো বাজিয়ে আজান!

পিয়ানো বাজিয়ে অশুদ্ধ ভাষায় আজানের এক ভিডিও ফেসবুকে প্রচার করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছেন একজন বিতর্কিত মার্কিন-প্রবাসী মালয়েশিয়ান ব্লগার। এ্যালভিন ট্যান নামের এই চীনা-বংশোদ্ভূত ব্লগারের নানা ধরণের পোস্ট এর আগেও সমালোচিত হয়েছে। তিনি নিজেকে নানা সময় `সেক্স-ব্লগার`, `এজেন্ট প্রোভোকেটিউর`, `সমস্যা-সৃষ্টিকারী` এবং `বাকস্বাধীনতার জন্য আন্দোলনকারী` ইত্যাদি বলে পরিচয় দিয়েছেন। ট্যান এক বছর আগে আমেরিকায় পালিয়ে যান এবং এখন তিনি ক্যালিফোর্নিয়ায় বাস করছেন। সেখান থেকেই সবশেষ এই `আজান` ভিডিও পোস্ট করেছেন তিনি।ভিডিওতে দেখা যাচ্ছে, খালি গায়ে সানগ্লাস-পরা ট্যান পিয়ানো বাজিয়ে আজানের কথাগুলো ভুলভাল ভাষায় গাইছেন। ভিডিওর নিচে ট্যান আবার লিখে দিয়েছেন, দয়া করে আমাকে গানের কথার ভুলের জন্য বিরক্ত করবেন না। প্রথম এটি একটি কভার তাই এখানে সৃষ্টিশীল পরিবর্তনের অনুমোদন আছে। দ্বিতীয়ত আমি আত্মঘাতী বোমাবাজ নই।ভিডিওটি চার লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ভিডিওটি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্ঠি হয়েছে। এএইচ/পিআর

Advertisement