রাজনীতি

শওকত হোসেন নিলুর স্মরণসভা

বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের উদ্যোগে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (এনডিএফ) আহ্বায়ক ও এনপিপি চেয়ারম্যান প্রয়াত শেখ শওকত হোসেন নিলুর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেখ শওকত হোসেন নিলুর সহধর্মীনী ও বিএনপি নেত্রী খায়রুন নাহার খানম।

মহাসচিব সৈয়দ রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামান।

Advertisement

বক্তারা বলেন, জাতীয় নেতা শেখ শওকত হোসেন নিলুর অকাল মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। এনডিএফের নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হওয়ায় বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস এনডিএফ জোট থেকে বেরিয়ে এসেছে। দেশ ও জনগণের কল্যাণে কোনো জোট গঠন হয় সেখানে বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনপিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল সরকার চাখারী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, জাগপার সভাপতি একেএম মহিউদ্দীন বাবলু, স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, ইসলামিক পার্টির মহাসচিব মহিউদ্দীন আহমেদ, এনপিপির যুগ্ম মহাসচিব শামীমা মাসুদ লিপি প্রমুখ।

এফএইচএস/এমআরএম/এএইচ/পিআর

Advertisement