জাতীয়

আইনের ফাঁক-ফোকরে যেন ধর্ষকরা পার না পায়

রাজধানীর বনানীতে ধর্ষণের ঘটনায় জড়িতরা যেন আইনের ফাঁক-ফোকর দিয়ে পার না পায় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করার আহ্বান জানিয়েছেন সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা এ আহ্বান জানান। ধর্ষকের বিরুদ্ধে পদযাত্রা শুরুর আগে এ সমাবেশ হয়।

Advertisement

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, বনানীর ধর্ষণের ঘটনায় জড়িতরা বিত্তশালী। তাই বিচার নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। ইতিহাসেও আমরা তাই দেখি। শুধু বনানী নয় অতীতের সব ধর্ষণের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

সাংবাদিক অঞ্জন রায় বলেন, আমরা মানুষ, তাই আজ রাস্তায় নেমেছি। যতই বিত্তশালী হোক, যতই ক্ষমতাসীন হোক ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ভয়কে জয় করে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। তিনি বলেন, গণমাধ্যম ধর্ষণসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করছে। কোনো ধর্ষক বিত্তশালী হওয়ায় আইনের ফাঁক-ফোকর দিয়ে যেন বেরিয়ে না যায় তা আইনশৃঙ্খলা বাহিনীকেই নিশ্চিত করতে হবে।

Advertisement

এইউএ/জেডএ/এএইচ/পিআর