জাতীয়

আরও এক র‌্যাব সদস্য সাত খুনের দায় স্বীকার করলেন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে র‌্যাব-১১ এর আরও এক সদস্য।নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম শফিকুল ইসলামের আদালতে রবিবার দুপুরে হাবিলদার আরিফ হোসেনের জবানবন্দি রেকর্ড করা হয়।এর আগে মঙ্গলবার রাতে র‌্যাবের ৫ সদস্যকে গ্রেফতারের পর বুধবার দুপুরে তাদেরকে আটদিন করে রিমান্ডে নেয় পুলিশ। এই পাঁচজনের মধ্যে চারজন স্বীকারোক্তি দিলেও এখনও স্বীকারোক্তি দেননি ল্যান্স নায়েক বিল্লাল হোসেন। এ ছাড়া শনিবার আটদিনের রিমান্ডে নেওয়া হয়েছে শিহাবউদ্দিনকে।জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আদালতে আরিফ হোসেন জবানবন্দি দিয়েছেন। এতে সাতজনকে অপহরণ ও হত্যাকাণ্ডের পুরো বিষয়গুলো উত্থাপন করেছেন।রিমান্ডে জিজ্ঞাসাবাদে আরিফ হোসেন যে তথ্য দিয়েছেন তা আদালতে দেওয়া জবানবন্দিতে উল্লেখ করেছেন। তিনি আদালতকে জানিয়েছেন, সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে তারা এ অপহরণ কাজে অংশ নেয়।

Advertisement