লেবাননের হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, সৌদি শাসক গোষ্ঠী ও সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ আইএসআইএল সন্ত্রাসীরা গলা কেটে মানুষ হত্যা করছে। আর সৌদি শাসক গোষ্ঠী জঙ্গি বিমানের সাহায্যে একসঙ্গে শিশু, নারী ও বৃদ্ধসহ শত শত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। উভয় গোষ্ঠীই মুসলমানদের হত্যা করছে।তিনি রাজনৈতিক উপায়ে ইয়েমেন সমস্যা সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, ইয়েমেনে আগ্রাসন চালিয়ে ইহুদিবাদী ইসরাইলের সেবা করছে সৌদি আরব ও তার মিত্র বাহিনী। মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন।নায়িম কাসেম আরও বলেছেন, ইয়েমেনে মার্কিন মদদপুষ্ট সৌদি আগ্রাসন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ইসরাইলি পরিকল্পনা বাস্তবায়নের সহায়ক এবং এর মাধ্যমে আইন ও মানবতাকে ভূলুণ্ঠিত করা হচ্ছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে নিজেকে নিরাপদ রাখতে ইসরাইল আরব তথা মুসলমানদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে চাইছে।ইয়েমেনে বর্বর আগ্রাসনের বিষয়ে আন্তর্জাতিক সমাজের নীরবতার সমালোচনা করে তিনি বলেন- নীরবতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মানবিক বিষয়গুলোও বিবেচনায় নিচ্ছেন না এবং যুদ্ধাহত ও অসুস্থদের কাছে সাহায্য পৌঁছে দেয়ার অনুমতি দিচ্ছেন না।বিএ/আরআই
Advertisement