ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চলতি সিরিজ শেষেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রান করা ইউনিস খান ও মিসবাহ-উল-হক। আর তাদের বিদায়ের পর পাকিস্তান ক্রিকেট উন্নয়নে কাজে লাগানো হবে বলে পিসিবি সভাপতি শাহরিয়ার খান আগেই জানিয়েছিলেন। তবে এর মধ্যে গুঞ্জন উঠেছে অবসরের পর ইউনিস খান আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হতে রাজি হয়েছেন।
Advertisement
আফগান বোর্ডের কর্মকর্তা আতিফ মাশাল জানিয়েছেন, ‘ইউনিসের সঙ্গে আমাদের কথাবার্তা অনেক খানি এগিয়েছে। আমরা এখন চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করার কাজ করে যাচ্ছি।’
এর আগেও বেশ কয়েকজন সাবেক পাকিস্তানি ক্রিকেটার আফগানিস্তান জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজামাম আফগানিস্তানের কোচ ছিলেন। এ ছাড়াও সাবেক অধিনায়ক রশিদ লতিফ ও বোলার কবির খান আফগানিস্তানের কোচ হিসেবে বিভিন্ন সময়ে কাজ করেছেন।
এমআর/পিআর
Advertisement