রাজনীতি

তারেককে গ্রেফতারের নির্দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে গ্রেফতার করতে তাগিদ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল রাজশাহীর আদালত।মঙ্গলবার দুপুরে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালত-২ এর বিচারক মো. খালেদ হাসান ওই মামলায় তারেক রহমানকে গ্রেফতার করতে আবারো এ আদেশ দেন।মামলার বাদী রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় গত বছরের ২৪ ডিসেম্বর রাজশাহী মহানগর হাকিম আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।মিজানুর রহমান রানা বলেন, গত বছরের ১৫ ডিসেম্বর রাতে লন্ডনে বিজয় দিবসের এক আলোচনা সভায় তারেক রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার এবং লালসালু বলে আখ্যায়িত করেন। এছাড়া মুক্তিযুদ্ধে জাতির জনক ও তার পরিবারের ভূমিকা নেই বলে মন্তব্য করেন।তিনি আরো বলেন, আসামির এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহ ও মানহানিকর। তাই তার বিরুদ্ধে বাদী হয়ে মানহানির মামলা দায়ের করি।বাদী পক্ষের আইনজীবী আসলাম সরকার জানান, এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। মঙ্গলবার আদালত তারেক রহমানকে গ্রেফতার করতে আবারো তাগিদ দেন।আদালতের বরাত দিয়ে তিনি আরো জানান, আগামী ২৫ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।শাহরিয়ার অনতু/এমজেড/আরআই

Advertisement