সরকারকে আগুন নিয়ে খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।সদ্য সমাপ্ত সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় সন্ত্রাসী কর্তৃক নারী কর্মীদের উপর বর্বরোচিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এ সভার আয়োজন করে।সভায় হান্নান শাহ বলেন, বিচার বহির্ভূত হত্যা, গুম ও খুন হওয়া পরিবারের সদস্যরা সরকারের উপর ক্ষুদ্ধ রয়েছেন। একই সঙ্গে খালেদা জিয়ার উপর হামলার কারণেও ক্ষুদ্ধ রয়েছেন।বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, আমরা জানতে পেরেছি পিন্টু অসুস্থ হওয়ার সময় জেলারকে হাসপাতালে নেয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তাকে হাসপাতালে না নিয়ে নানান কথা শোনান। এসব কারণে পিন্টু হার্ট অ্যাটাক করেন। এর পরে হাসপাতালে নিতেও বিলম্ব করা হয়।সরকারেক হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আইনি প্রক্রিয়ায় পিন্টু হত্যার বিচার করা হবে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত রং-হেডেড বলেছেন। এতেই বুঝা যায় তার মাথায় গণ্ডগোল রয়েছে। তাই সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে তিনি যা বলছেন তাতে কিছু যায় আসে না। মাথা খারাপ মানুষের কাছ থেকে এর চেয়ে ভালো কথা অাশা করেন না বলেও মন্তব্য করেন তিনি।মহিলা দলের সভাপতি নুরে আরা সাফার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাবেক সাংসদ রাশেদা বেগম হীরা প্রমূখ।এমএম/বিএ/আরআইপি
Advertisement