আন্তর্জাতিক

বিড়লা গোষ্ঠীকে ঠেকাতে যুগলবন্দি ভারতী-বিয়ানি

ভারতের রিটেল ব্যবসায় আদিত্য বিড়লা গোষ্ঠীকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলতে চলেছে কিশোর বিয়ানি গোষ্ঠী। আদিত্য বিড়লা গোষ্ঠী তার সমস্ত পোশাক ব্যবসাকে এক ছাতার তলায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়ার পরের দিনই সোমবার কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠী ৭৫০ কোটি রুপির ভারতী রিটেলকে কিনে নিয়ে তার সঙ্গে নিজের রিটেল ব্যবসা, ফিউচার রিটেলকে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যে সম্মিলিত সংস্থা তৈরি হবে সেই সংস্থার মোট ব্যবসার পরিমাণ দাঁড়াবে ১৫ হাজার কোটি রুপি। আর নতুন সংস্থাটির মালিকানা থাকবে কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠীর হাতে।এদিন ফিউচার রিটেলের পরিচালনা পর্ষদের বৈঠকে ফিউচার রিটেলকে ভারতী রিটেলের সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তাবটি অনুমোদিত হয়েছে বলে সংস্থার তরফে বোম্বে স্টক এক্সচেঞ্জকে (বিএসই) জানানো হয়। সোমবার ঘোষিত এই লেনদেন প্রক্রিয়ায় একদিকে ফিউচার গোষ্ঠী তাদের রিটেল ব্যবসাকে আলাদা করে দিয়ে সেটিকে ভারতী রিটেলের সঙ্গে সংযুক্ত করবে। অন্যদিকে, ভারতী গোষ্ঠী তাদের রিটেল পরিকাঠামো ব্যবসা পৃথক করে সেটিকে সংযুক্ত করবে ফিউচার রিটেলের সঙ্গে।ফিউচার গোষ্ঠীর কর্ণধার কিশোর বিয়ানি জানান, আমরা আমাদের খুচরা ব্যবসাকে একে অন্যের সঙ্গে সংযুক্ত করছি এবং এই সংযুক্তিকরণের ফলে দু`টি নতুন সংস্থা তৈরি হবে...সম্মিলিত খুচরা ব্যবসার সংস্থাটির মোট ব্যবসার পরিমাণ হবে ১৫ হাজার কোটি রুপি। এই সংযুক্তিকরণের জন্য দুই সংস্থাতেই ভারতী রিটেলের ১৫ শতাংশ শেয়ার থাকবে। ফিউচার গোষ্ঠীর অংশীদারিত্ব থাকবে ৪৬ শতাংশ থেকে ৪৭ শতাংশ। ফিউচার রিটেলের প্রতি ২ রুপি মূল্যের শেয়ার পিছু সমমূল্যের সম সংখ্যক শেয়ার ইস্যু করবে। অন্য দিকে, ভারতী রিটেলের খুচরা ব্যবসার পরিকাঠামোর মালিকানা হাতে নেওয়ার জন্য ভারতী রিটেলের শেয়ারগ্রাহকদের প্রতি ২ রুপি মূল্যের শেয়ার পিছু সমমূল্যের সম সংখ্যক শেয়ার ইস্যু করবে ফিউচার রিটেল। প্রসঙ্গত, ২০১৩ সালে মার্কিন বহুজাতিক ওয়ালমার্টের সঙ্গে গাঁটছাড়া ছিন্ন হওয়ার পর থেকেই রিটেল ব্যবসায় নতুন কারও সঙ্গে সমঝোতার পথ খোলা রেখেছিল ভারতী রিটেল। ভারতী রিটেল বিভিন্ন ফর্মাটে দেশ জুড়ে ২১০টি ইজিডে স্টোর্স চালায়, যার অধিকাংশই উত্তর ভারত এলাকায়। অন্যদিকে, ২০১২ সালে প্যান্টালুনসের অধিকাংশ মালিকানা আদিত্য বিড়লা রিটেলকে বিক্রি করে দেওয়ার পর থেকে ফিউচার গোষ্ঠী তার ব্যবসার বুনিয়াদ শক্ত করছিল। বিগবাজার এবং ফুডবাজার ব্র্যান্ডে ফিউচার গোষ্ঠীর বিভিন্ন ফর্মেটে রিটেল চেন রয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে যে সমঝোতা হয়েছে, তাতে ভারতী রিটেলের ২৫০ কোটি রুপির অপশনালি কনভার্টেবল ডিবেঞ্চার (ওসিডি) গ্রাহকরা ফিউচার রিটেলেরও সমপরিমাণ ওসিডি পাবেন। ফিউচার রিটেলের পক্ষ থেকে বিএসইকে জানানো হয়েছে, ভারতী গোষ্ঠীর শেয়ারগ্রাহক এবং ওসিডি গ্রাহকরা এ ব্যাপারে ঐকমত্য হয়েছে যে শেয়ার বিক্রি বাবদ অর্থের অঙ্ক বাড়লে, সংশ্লিষ্ট সংস্থাগুলিকে দেয় অর্থের পরিমাণও বাড়বে। যদি বিক্রির অঙ্কের পরিমাণ ৯৫০ থেকে ১৪৫০ কোটি রুপির মধ্যে হয়, তা হলে ৯৫০ কোটি রুপির বেশি যে অঙ্কই হোক না কেন, তার ৫০ শতাংশ সংশ্লিষ্ট সংস্থাগুলিকে দেওয়া হবে। একইভাবে, বিক্রির অঙ্কের পরিমাণ ১৪৫০ এবং ১৯৫০ কোটি রুপির মধ্যে হলে, তা হলে ১৪৫০ কোটি রুপির বেশি যে অঙ্কই হোক না কেন, তার ৬০ শতাংশ সংশ্লিষ্ট সংস্থাগুলিকে দেওয়া হবে। আর ১৯৫০ কোটি রুপির উপর হলে এর পরিমাণ বেড়ে দাঁড়াবে ৭৫ শতাংশ। ফিউচার রিটেলের শেয়ারগ্রাহকদের ভারতী রিটেলের যে শেয়ার দেওয়া হবে, তা সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই স্টক এক্সচেঞ্জগুলিতে নথিভুক্ত করা হবে বলে বিএসইকে জানানো হয়েছে। এদিকে, এই ঘোষণার পরেই বিএসইতে বাজার বন্ধের আগে ফিউচার রিটেলের প্রতি শেয়ারের মূল্য ১১.২৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ১২৮ রুপি ৭৫ পয়সা।বিএ/আরআইপি

Advertisement