আইন-আদালত

জবানবন্দি দিলেন বনানীর দুই ভিকটিম

 

রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার দুই ভিকটিম আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা ওই দিন রাতে সংঘটিত ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

Advertisement

ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে তারা জবানবন্দি দেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ২২ ধারায় মহানগর হাকিমের খাস কামরায় জবানবন্দি গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ। গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে এ ঘটনা ঘটে।

৪০ দিন পর ভুক্তভোগী ওই দুই ছাত্রী ৬ মে সন্ধ্যায় বনানী থানায় ধর্ষণের অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা করেন।

Advertisement

বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জাগো নিউজকে বলেন, ৪০ দিন আগে ধর্ষণের শিকার ওই দুই ছাত্রী বিপর্যস্ত ছিলেন। মামলা করলে কিংবা আইনের আশ্রয় নিলে ও পুলিশ-র্যাবকে জানালে তাদের হত্যা করা হবে বলে হুমকি দেয়া হচ্ছিল। যে কারণে মামলা করতে সাহস পাননি বলে জানিয়েছেন তারা।

পুলিশ বলছে, মামলা দায়েরের পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গোয়েন্দা পুলিশের (ডিবি, উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলম সাংবাদিকদের বলেন, দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের অবস্থান শনাক্ত করা গেছে। আসামিরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের গ্রেফতার করা হবে।

জেএ/এমএআর/পিআর

Advertisement