রাজনীতি

বিএনপির ‘ভিশন-৩০’ দেশের জন্য ভালো : অর্থমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন-৩০’ কে দেশের জন্য ভালো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

Advertisement

বৃহস্পতিবার সচিবালয়ে দেশের বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ইয়েস, আই থিঙ্ক দিস ইজ গুড। এটা তো দেশের জন্য ভালো। ইউ হ্যাভ এ প্রজেকশন বাই এ ইম্পটেন্ট পলিটিক্যাল পার্টি।’

শ্যামল দত্তের প্রশ্নটি ছিল- ‘পত্রিকায় নিউজটা তো দেখেছেন তিনি (খালেদা জিয়া) দেশের কোন কোন জায়গায় কী কী করতে চান। কিছু টাইমলাইন দেয়া আছে। কিছু লক্ষ্য দেয়া আছে।’

Advertisement

তবে বিএনপির এই ভিশনকে ‘দেশের জন্য ভালো’ এ মন্তব্য করার পরও অর্থমন্ত্রী বলেন, ‘আমি এখন পর্যন্ত এটা ( ভিশন-২০৩০) সম্পর্কে কমেন্ট করব না। কারণ পুরো সিগমেন্টটা আমি এখনও পাইনি। কোনো কাগজে পুরো স্টেটমেন্ট নেই।’

চলতি অর্থবছরের বাজেট নিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের ক্ষমতার ৮ বছরের গতিধারায় এবারই হবে সর্বশেষ্ঠ বাজেট। এবার বাজেটের পরিমাণ হবে ৪ লাখ কোটি টাকা, যা গতবার ছিল ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা।

উল্লেখ্য, বুধবার বিকেলে ২ ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনে বিএনপির ‘ভিশন-৩০’ তুলে ধরেন বেগম খালেদা জিয়া। যেখানে অর্থনীতি সংশ্লিষ্ট বিষয়ও ছিল।

এইচএস/জেডএ/জেএইচ/পিআর

Advertisement