রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রত্যন্ত উপজেলা লংগদুতে বন্য হাতির আক্রমনে একজন নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের মধ্যম ঘনমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জয় প্রকাশ চাকমা (৩৮)। পুলিশ ও স্থানীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, জয় প্রকাশ চাকমা তার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরত্বে নিজ ধানক্ষেত পাহারা দিচ্ছিলেন। রাত আনুমানিক প্রায় সাড়ে আটটার দিকে হঠাৎ একদল উন্মত্ত বন্য হাতী তার ওপর চড়াও হয়ে অতর্কিত আক্রমন চালায়। এতে বন্য হাতির এলোপাতাড়ি আক্রমনে জয় প্রকাশ চাকমা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে এলাকাবাসী ছুটে গিয়ে জয় প্রকাশ চাকমাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জয় প্রকাশ চাকমার মৃত্যু হয়।লংগদু থানা পুলিশের এসআই জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।স্থানীয়রা জানান, ওই এলাকায় চলতি বোরো মৌসুমে এখন ধান পাকতে শুরু করেছে। এতে বন্য হাতির একটি দল হানা দিয়ে জানমালের ব্যাপক ক্ষতি করছে। হাতির দল দিনের বেলা জঙ্গলে লুকিয়ে থাকে রাতে ফসল ও লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়।সুশীল চাকমা/এমএএস/আরআই
Advertisement