বাংলাদেশে অস্ট্রেলিয়ার সফর তাহলে সত্যি সত্যি হতে যাচ্ছে? প্রশ্ন করার কারণ, দু’তিনদিন আগে শঙ্কার খবর প্রকাশ হয়েছিল, অস্ট্রেলিয়ার সফর এখনও চূড়ান্ত নয়। অথচ কিছুদিন আগেই আইসিসির বৈঠক থেকে ফিরে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার সফর চূড়ান্ত। খোদ ক্রিকেট অস্ট্রেলিয়াই এ ব্যাপারটি নিশ্চিত করেছে তাকে।
Advertisement
অথচ, এখন গুঞ্জন বের হলো অস্ট্রেলিয়া নাকি এখনও সফরই নিশ্চিত করেনি। এই যে ক্ষণে ক্ষণে রঙ বদলানো, একের পর এক ধুম্রজাল তৈরি হওয়া- এসব বিষয় এখন সব পরিস্কার হয়ে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়ে দিয়েছেন, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে যাবে। এই সফর এখন চূড়ান্তই। আগামী আগস্টেই অনুষ্ঠিত হবে সেই সফর। এখন শুধু আমাদের মধ্যে নিরাপত্তা ব্যবস্থাপনা এবং সূচি নির্ধারণই বাকি। এছাড়া আর কোনো সমস্যা নেই।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ক্রিকেট.এইউ.কম-কে দেয়া সাক্ষাৎকারে সব বিষয়ই পরিস্কার করেছেন প্রধান নির্বাহী সাদারল্যান্ড। সেখানেই তিনি জানিয়েছেন, আগস্টের শেষ দিকে এই সফর অনুষ্ঠিত হবে। ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচ। সাদারল্যান্ড বলেন, ‘আমরা খুঁটিনাটি সব বিষয় নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। আমি খুবই আনন্দিত যে, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে, যেখান থেকে কেবল ছোটখাটো বিষয়ই চূড়ান্ত করা বাকি।’
সূচির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের স্বাগতিকরা যখনই একটা সূচি নির্ধারণ করে ফেলবেন, তখন সবই নিয়মমত এগিয়ে যাবে। সময় মতই সিরিজ অনুষ্ঠিত হবে। শুধু নিরাপত্তার বিষয়টাই আমাদের চিন্তার বিষয়।’
Advertisement
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে রেখেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের সঙ্গে বেশ কয়েকটি সংস্থাও কাজ করছে। এ বিষয়টা জানিয়ে সাদারল্যান্ড বলেন, ‘আমরা বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থার ওপর অস্ট্রেলীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করেছি। এখন পর্যন্ত আমাদের যে অভিজ্ঞতা, তাতে আমরা এই সফর যথা সময়ে হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। এখনো পর্যন্ত নিরাপত্তাবিষয়ক কিছু ব্যাপার চূড়ান্ত করা বাকি। যখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তাবিষয়ক ব্যাপার-স্যাপার ও সূচি চূড়ান্ত করবে, আমাদের তরফ থেকেও সফরের চূড়ান্ত আয়োজন শুরু হবে।’
আইএইচএস/জেআইএম