অর্থনীতি

ভ্যাট হার স্বস্তির জায়গায় নিয়ে আসা হবে : অর্থমন্ত্রী

নতুন ভ্যাট আইন সংশোধন করে ভ্যাট হার স্বস্তির জায়গায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে ‘ভ্যাট অনলাইন মোবাইল হেল্প ডেস্ক’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Advertisement

বাজেটে ভ্যাট আইনে পরিবর্তন আসতে পারে, ভ্যাট হার কমানো, সম্পূরক শুল্ক বহাল বিষয়ে গণমাধ্যমের খবর প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটে শুনবেন। এর আগে বলব কেন?’ ব্যবসায়ীরা ভ্যাট হার ৩ থেকে ৫ শতাংশ রাখার জন্য বলছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘রাবিশ। মাই অনলি কমেন্ট ও নো দিস প্রপোজাল ইজ রাবিশ।’

নতুন ভ্যাট আইন সংশোধন হচ্ছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘সংশোধন বলতে পারেন। বিকজ আই এম অলরেডি সেইড ভ্যাট হার স্বস্তির অবস্থায় নেয়ার চেষ্টা হবে।’

বিদেশিদের খুশি করার জন্য সম্পূরক শুল্ক তুলে দেয়া হচ্ছে, স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘যারা এমন কমেন্টস করেছে, তারা রাবিশ।’

Advertisement

অনুষ্ঠানে অর্থমন্ত্রী ফিতা কেটে ‘ভ্যাট অনলাইন মোবাইল হেল্প ডেস্ক’ (এনবিআর কর্মচারীদের বহনকারী বাস) উদ্বোধন করেন। একই সঙ্গে এনবিআর গেটে নির্মিত ভ্যাট অনলাইন হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়।

ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধনে উৎসাহ প্রদানের জন্য এনবিআর চারটি বাসে ভ্রাম্যমাণ বা ‘ভ্যাট অনলাইন মোবাইল হেল্প ডেস্ক’ স্থাপন করেছে। এসব বাস প্রতিদিন ঢাকার বিভিন্ন মার্কেটের সামনে যাবে।

বাসে ঢাকার ভ্যাট কর্মকর্তারা অনলাইনে ভ্যাট নিবন্ধনের জন্য ল্যাপটপসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রস্তুত থাকবেন। ঢাকায় আরও তিনটি ও চট্টগ্রামে দুটি এসি বাস নামানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, এনবিআর সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) ও ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হওয়ার কথা।

Advertisement

এমএ/এমএমএ/ওআর/জেআইএম